ঢাবিতে কয়রা ছাত্রদের সংগঠন ডুসাকের নতুন কমিটি
আজিজুর সভাপতি, সাধারণ সম্পাদক বায়েজীদ

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৫, ২০:৪৯

ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনার কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কয়রা’ (ডুসাক)-এর ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান সভাপতি ও ফারসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বায়েজীদ হোসেন বাদশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি জি এম নেওয়াজুল ইসলাম, মনিরা খাতুন ও সোনিয়া খানম; যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রা বৈরাগী ও শারমিন আক্তার; সাংগঠনিক সম্পাদক আবু তালহা ও মুস্তাফিজুর রহমান।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও আরবি বিভাগের প্রভাষক মিজানুর রহমান। এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম সানা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ সংগঠনের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমান বলেন, ‘আলোকিত কয়রা গড়ার প্রত্যয় নিয়ে ডুসাক কাজ করে যাচ্ছে। সবাই মিলে কাজ করলে তা আরও সহজ হবে।’
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত ডুসাক শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে কয়রার ছাত্রছাত্রীদের জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকাল ও আম্পানের সময় সংগঠনটি অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়ায়। এছাড়া শিক্ষাসফর, সেমিনার, তথ্যকেন্দ্র, আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ পুনর্মিলনীর মতো নানা আয়োজন তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
এআরএস